01/23/2026 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬ ১৫:৫৭
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে সদস্যপদ ত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যৌথভাবে এই ঐতিহাসিক ঘোষণা দেন। ১৯৪৮ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগদানের পর এই প্রথম যুক্তরাষ্ট্র সংস্থাটি থেকে বেরিয়ে গেল। এর ফলে ডব্লিউএইচও-এর বর্তমান সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩-এ।
যৌথ বিবৃতিতে জানানো হয়, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সংস্থাটির ব্যর্থতা এবং অভ্যন্তরীণ সংস্কারের অভাবের কারণেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। এই ঘোষণার পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের সকল প্রকার অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সংস্থাটির মোট বাজেটের প্রায় ১৮ শতাংশ জোগান দিত ওয়াশিংটন। জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আর ডব্লিউএইচও-এর কার্যক্রমে অংশ নিচ্ছে না, যা আন্তর্জাতিক জনস্বাস্থ্য খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.