01/23/2026 হঠাৎ বুকে ব্যথা, কানাডায় জরুরি অবতরণ করে আনিসুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন
মুনা সাংগঠনিক ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬ ১৯:৪৪
গত ২০ জানুয়ারি মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর গাজী আনিসুর রহমান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে যাওয়ার পথে হৃদ্রোগে আক্রান্ত হন। ফ্লাইট চলাকালীন তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে বিমানটি কানাডায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
অবতরণের পর তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাঁর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এই সংকটময় সময়ে গাজী আনিসুর রহমানের দ্রুত সুস্থতার জন্য তাঁর পরিবার ও মুনার পক্ষ থেকে দেশ-বিদেশের সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।
সোর্স : ফেসবুক
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.