01/23/2026 বাংলাদেশের টি-টোয়েন্টির ভেন্যু পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যান করল আইসিসি
মুনা নিউজ ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬ ১৮:১২
২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতে আয়োজন করা হবে বলে চূড়ান্তভাবে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার যে অনুরোধ জানানো হয়েছিল, তা তিনটি কারণ দেখিয়ে প্রত্যাখ্যান করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে এসে সূচি বা ভেন্যু পরিবর্তন করা বাস্তবসম্মত নয় এবং এতে পুরো আয়োজন ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যা তৈরি হবে।
আইসিসি জানিয়েছে, বিসিবির আবেদনের পক্ষে ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের প্রমাণ তারা পায়নি। আয়োজক কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা এবং স্বাধীন পর্যালোচনার সব প্রতিবেদনে দেখা গেছে, ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী কিংবা সমর্থকদের জন্য নির্দিষ্ট কোনো হুমকি নেই।
সংস্থাটি আরও বলেছে, টুর্নামেন্ট শুরুর মুহূর্তে ভেন্যু পরিবর্তন করলে অংশগ্রহণকারী অন্যান্য দল, আয়োজক দেশ এবং বৈশ্বিক দর্শকদের জন্য গুরুতর লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে। একই সঙ্গে বিশ্বাসযোগ্য হুমকি ছাড়া সূচি পরিবর্তন করা হলে ভবিষ্যতে আইসিসির নিরপেক্ষতা, ন্যায্যতা এবং শাসনব্যবস্থা প্রশ্নের মুখে পড়তে পারে।
এর আগে ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ সরকার ও বিসিবির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে এক দিনের সময় দিয়েছে আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার বিষয়টি কার্যকর হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।
আইসিসির এক মুখপাত্র জানান, গত দুই সপ্তাহে বিসিবির সঙ্গে একাধিক বৈঠক ও চিঠিপত্রের মাধ্যমে গঠনমূলক আলোচনা হয়েছে। এ সময় আয়োজক কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা আশ্বাস, ভেন্যুভিত্তিক পরিকল্পনা এবং স্বাধীন মূল্যায়নের বিস্তারিত তথ্য বিসিবিকে সরবরাহ করা হয়।
মোস্তাফিজুর রহমান প্রসঙ্গেও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে আইসিসি। ভারতে উগ্রপন্থীদের হুমকির প্রেক্ষাপটে ৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে নিরাপত্তা প্রশ্ন তোলে বাংলাদেশ। তবে আইসিসির ভাষ্য, একজন খেলোয়াড়ের ঘরোয়া লিগসংক্রান্ত একটি বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সামগ্রিক নিরাপত্তা কাঠামোর কোনো সম্পর্ক নেই।
আইসিসি আরও জানায়, টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করাই আলোচনার মূল লক্ষ্য ছিল এবং এখনো তারা সেই অবস্থানেই রয়েছে। তবে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতেই হবে বাংলাদেশকে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.