04/19/2025 ৪১ বছর পর দিল্লিতে রেকর্ড বৃষ্টি, মৃত ১২
মুনা নিউজ ডেস্ক
৯ জুলাই ২০২৩ ১৮:৩৭
ভারতের উত্তরাঞ্চলে গত দুইদিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের এ ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। প্রবল বৃষ্টিতে দুই দিনে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, নয়াদিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরে অতি বৃষ্টিপাত হবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে একটি নিম্নচাপ বিরাজ করছে। এটির প্রভাবে শনিবার (৮ জুলাই) দিল্লিসহ অন্যান্য অঞ্চলে অত্যাধিক বৃষ্টিপাত হয়েছে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৮২ সালের পর জুলাই মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টি হওয়ার রেকর্ড।
রোববার দিল্লিসহ আশপাশের শহরগুলোতে বৃষ্টি অব্যাহত ছিল। এই বৃষ্টির প্রভাবে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা এবং যানজট দেখা গেছে। অতিবৃষ্টির কারণে গুরুগ্রামের কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।
অতিবৃষ্টিতে দিল্লিতে ভবনের ছাদ ধসে পড়ে ৫৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। এছাড়া বৃষ্টি সংশ্লিষ্ট দুর্ঘটনায় রাজস্থানে চার জন প্রাণ হারান।
উত্তরপ্রদেশের মুজাফফরনগরে রোববার সকালে প্রবল বৃষ্টিতে ছাদ ধসে এক নারী ও তার ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে। হিমাচল প্রদেশের সিমলায় একই ধরনের ঘটনায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এছাড়া শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় আকস্মিক বন্যায় ভেসে গিয়ে দুই সেনা মারা গেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.