01/21/2026 যুক্তরাষ্ট্র দূতাবাস : বন্ডের আওতার বাইরে শিক্ষা ভিসা
মুনা নিউজ ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬ ২০:০৭
ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন শর্ত জারি করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। বুধবার থেকে যেসব বাংলাদেশি নাগরিক বি১/বি২ ক্যাটাগরির ভিসায় অনুমোদন পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত এফ বা এম ভিসাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে না।
মঙ্গলবার এক বার্তায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, কেবল প্রয়োজনীয় ক্ষেত্রেই ব্যবসা বা পর্যটন ভিসা (বি১/বি২) আবেদনকারীদের বন্ড পরিশোধ করতে হবে। শিক্ষার্থী ভিসার (এফ বা এম) ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়।
দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড জমা দিলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। পাশাপাশি তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অর্থ পরিশোধে প্রতারণার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়েছে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য হবে না।
এর আগে সোমবার দেওয়া আরেক বার্তায় দূতাবাস জানায়, ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের জন্য এই বন্ড শর্ত প্রযোজ্য হবে না। নির্ধারিত ভিসা শর্ত যথাযথভাবে অনুসরণ করলে পরবর্তীতে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়।
ভিসা সংক্রান্ত হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্যের জন্য আবেদনকারীদের দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.