01/21/2026 ট্রাম্পের মন্তব্যের বিপরীতে নরওয়ের স্পষ্ট উত্তর
মুনা নিউজ ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬ ১৯:৪৫
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রীনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনাকে তার নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার সঙ্গে যুক্ত করার পর নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর এক অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। স্টোর জানান, তিনি ট্রাম্পকে লিখে স্পষ্টভাবে জানিয়েছেন যে নোবেল পুরস্কার নরওয়ের সরকারের কোনো বিষয় নয়, বরং এটি একটি স্বতন্ত্র কমিটি দিয়ে দেওয়া হয়।
স্টোর এক বিবৃতিতে বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছি, যা সবারই জানা আছে, যে নোবেল পুরস্কার একটি স্বতন্ত্র কমিটি দ্বারা দেওয়া হয়, নরওয়েজিয়ান সরকারের দ্বারা নয়।’
তিনি আরও উল্লেখ করেছেন যে, তিনি ট্রাম্পের কাছ থেকে একটি বার্তা পেয়েছেন। তিনি পরে সেটি প্রকাশও করেছেন।
ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো বার্তায় উল্লেখ করেছিলেন যে তিনি নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার কারণে গ্রীনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা করছেন। তিনি লিখেছেন, ‘৮টি যুদ্ধ বন্ধ করার জন্যও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি। তাই আমি আর সম্পূর্ণভাবে শান্তির দিকে মনোনিবেশের বাধ্যবাধকতা অনুভব করি না। তবে যুক্তরাষ্ট্রের জন্য যা সঠিক, সেটি ভাবতে পারি।’
তিনি আরও ডেনমার্কের গ্রীনল্যান্ডের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেন, ‘কোনো লিখিত দলিল নেই; কয়েক শতাব্দী আগে একটি জাহাজ সেখানে নামে, তবে আমাদের জাহাজও সেখানে গেছে।’
ট্রাম্প লিখেছেন, ‘আমি ন্যাটোর জন্য যেটুকু করেছি, তা সর্বোচ্চ; এখন ন্যাটোকে যুক্তরাষ্ট্রের জন্য কিছু করা উচিত। বিশ্বের নিরাপত্তা নিশ্চিত হয় না যদি আমরা গ্রীনল্যান্ডের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ না পাই।’
হোয়াইট হাউস ট্রাম্পের অবস্থানকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ হিসেবে ব্যাখ্যা করেছে। ডেপুটি প্রেস সচিব অ্যানা কেলি জানান, ‘গ্রীনল্যান্ড একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা এবং আধুনিক আর্কটিক হুমকি থেকে সেখানে বসবাসকারীদের সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের রক্ষা কার্যকর হবে।’
বার্তালাপ অনুযায়ী, ট্রাম্পের বার্তাটি স্টোর ও ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব এর আগের পাঠানো বার্তার জবাব ছিল, যেখানে তারা উত্তেজনা কমাতে এবং সরাসরি কথা বলতে চেয়েছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.