01/20/2026 সর্বোচ্চ নেতার উপর আক্রমণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচিত : ইরানি প্রেসিডেন্ট
মুনা নিউজ ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬ ১৮:২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর যেকোনো হামলা তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, ‘আমাদের মহান নেতার উপর হামলা হবে পুরো ইরানি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।’ তিনি আরো বলেন, ইরানের মানুষ এখন যে অসুবিধার সম্মুখীন হচ্ছে, এর জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দায়ী। তাদের দীর্ঘমেয়াদি শত্রুতা ও অমানবিক নিষেধাজ্ঞার কারণে এসব সমস্যার সৃষ্টি হয়েছে।
ইরানি প্রেসিডেন্ট এমন এক সময় এই মন্তব্য করেন, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে অসুস্থ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন। একইসাথে তিনি ইরানকে বিকল্প শাসক খোঁজার জন্য উস্কানি দিয়েছেন।
এদিকে, খামেনি শনিবার বলেছেন, ইরানজুড়ে যে বিক্ষোভ ও সঙ্ঘর্ষ ঘটছে, এর পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই দায়ী।
অর্থনৈতিক পরিস্থিতির অবনতি এবং জাতীয় মুদ্রা রিয়ালের রেকর্ড অবমূল্যায়নের প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভ গত মাসের শেষের দিকে তেহরানে শুরু হয় এবং ধীরে ধীরে ইরানের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। এরপর তাতে ঘি ঢালেন ইরানের নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভী। তিনি মানুষকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামার আহ্বান করেন। এরপরই ওই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.