01/20/2026 আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে কাজ করছে যুক্তরাষ্ট্র, হুমকির মুখে জাতিসঙ্ঘের প্রতিষ্ঠানীতি
মুনা নিউজ ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬ ১৮:১৬
যুক্তরাষ্ট্র নিজেকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে মনে করে বলে মন্তব্য করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার বিবিসি রেডিও ৪-কে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র দায়িত্বহীনভাবে কাজ করছে। তারা মনে করছে যে আন্তর্জাতিক আইনের চেয়ে তাদের ক্ষমতা এখন বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য তারা বহুপাক্ষিক সমাধানকে এখন অপ্রাসঙ্গিক মনে করছে।
জাতিসঙ্ঘ মহাসচিব এমন এক সময় এসব মন্তব্য করেন, যখন ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্র বড় পরিসরে হামলা করে দেশটির প্রেসিডেন্টকে আটক করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করার বরাবর হুমকি দিয়ে আসছেন।
গুতেরেস বিশ্বাস করেন যে জাতিসঙ্ঘের প্রতিষ্ঠানীতি এখন হুমকির মুখে রয়েছে।
অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে জাতিসঙ্ঘের সমালোচনা করে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, সাতটি অন্তহীন যুদ্ধ তিনি একাই অবসান করিয়েছেন। অথচ জাতিসঙ্ঘ এক্ষেত্রে তাকে কোনো ধরনের সহায়তা করেনি। এরপর তিনি জাতিসঙ্ঘের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন।
জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে ট্রাম্প দীর্ঘ বক্তব্য শেষে বলেন, আসলে আমি বুঝতে পারলাম যে জাতিসঙ্ঘ এখন আর আমাদের জন্য নেই।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.