01/20/2026 দ্বিতীয় দফা নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করল নির্বাচন কমিশন
মুনা নিউজ ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬ ১৭:৪১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দফার রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
ইসি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবারের মধ্যে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং ২২ জানুয়ারি চূড়ান্ত গেজেট প্রকাশ পাবে।
রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সমন্বয় সভা করবে ইসি। এরপর ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। একই দিনে নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমোদন এবং নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগের প্রক্রিয়াও চূড়ান্ত করা হবে।
এ ছাড়া ব্যালট পেপার ও অন্য নির্বাচনী সামগ্রী ২ ও ৩ ফেব্রুয়ারি মাঠপর্যায়ে পাঠানো হবে বলে জানিয়েছে কমিশন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.