01/16/2026 সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নাগরিক শোকসভা সম্পন্ন
মুনা নিউজ ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৬ ২০:১৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ভাবগম্ভীর নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার পর থেকেই আমন্ত্রিত অতিথিদের আগমনে মুখর হয়ে ওঠে সংসদ চত্বর। বিকেল ৩টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার মূল কার্যক্রম শুরু হয় এবং সন্ধ্যা পৌনে ৬টার দিকে তা সমাপ্ত হয়।
শোকসভায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরাও এতে অংশ নেন। অনুষ্ঠানে শোকগাথা পাঠ করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন। দলীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।
ব্যতিক্রমী এই আয়োজনে কোনো রাজনৈতিক নেতা মঞ্চে বক্তব্য দেননি। পরিবর্তে দেশের বরেণ্য শিক্ষক, চিকিৎসক, গবেষক, ধর্মীয় প্রতিনিধি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা বেগম জিয়ার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানস্থল ঘিরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এই মহীয়সী নেত্রী।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.