01/16/2026 ১১ দলীয় জোট ছাড়ল ইসলামী আন্দোলন: ২৬৮ আসনে এককভাবে লড়ার ঘোষণা
মুনা নিউজ ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৬ ১৬:১০
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ‘ইসলামিক আদর্শ বিচ্যুতি’ এবং ‘ইনসাফ বা ন্যায়বিচার বঞ্চিত হওয়ার’ অভিযোগ তুলে জোট ত্যাগের এই ঘোষণা দিয়েছে দলটি।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, বর্তমানে ২৬৮টি আসনে তাদের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ রয়েছে এবং এই আসনগুলোতে তারা স্বতন্ত্রভাবে লড়বেন। তাদের মূল লক্ষ্য হলো সারা দেশের ইসলামপন্থি শক্তির সব ভোট একক বাক্সে আনা।
সংবাদ সম্মেলনে জোট ছাড়ার প্রেক্ষাপট হিসেবে জামায়াতে ইসলামীর আমিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। গাজী আতাউর রহমান অভিযোগ করেন, জামায়াতের আমির ইসলামী আন্দোলনের সঙ্গে কোনো আলোচনা না করেই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে সমঝোতা বা ভাগাভাগির বিষয়ে আলোচনা করেছেন। এ ধরনের পদক্ষেপের ফলে একটি ‘পাতানো নির্বাচনের’ শঙ্কা তৈরি হওয়ায় ইসলামী আন্দোলন এককভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.