01/15/2026 আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬ ২০:০১
আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম চালানে ৫০০ মিলিয়ন ডলারের তেল বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের এক প্রশাসনিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। তবে এই তেলের ক্রেতা কে বা কারা, ওই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
তিনি আরো জানান, এরকম আরো তেল বিক্রি আগামী কয়েক দিন ও সপ্তাহে হওয়ার আশা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সিএনএন ও টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স এক বিবৃতিতে বলেন, ‘ভেনেজুয়েলার মাদক-সন্ত্রাসী নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিকভাবে দেশটির সঙ্গে একটি ঐতিহাসিক জ্বালানি চুক্তি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই চুক্তি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মানুষের উপকারে আসবে।’
গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। বর্তমানে তারা উভয়েই নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।
ট্রাম্প প্রশাসনসূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে আদালতে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়ার বিচার হবে। মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের তিন দিন পর ৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দিয়ে বলেন, প্রথম চালান হিসেবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল জ্বালানি তেল আসছে দেশটি থেকে। সেই প্রথম চালানের তেল বিক্রি হয়েছে ৫০ কোটি ডলারে।
এই তেল বিক্রি ভেনেজুয়েলাতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর করা প্রথম বড় পদক্ষেপ। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা ভেনেজুয়েলার তেল খাতে কমপক্ষে ১০০ বিলিয়ন (১০০ হাজার কোটি) ডলার বিনিয়োগ করবে, যাতে দেশটির তেল শিল্প পুনরুদ্ধার করা যায়।
তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল একসঙ্গে বিক্রি করবে, যেখানে আমেরিকান কম্পানিগুলোর সঙ্গে কাজ করা হবে।
যদিও কিছু যুক্তরাষ্ট্রের তেল কম্পানি এই উদ্যোগকে কঠিন বলে মন্তব্য করেছে, কারণ ভেনেজুয়েলায় ব্যবসা পরিচালনা করা সহজ নয় এবং সেখানে বিনিয়োগের জন্য আইনি ও ব্যবসায়িক নীতিমালা স্থাপন করতে হবে।
ওই কর্মকর্তা আরো বলেন, প্রথম তেল বিক্রির বিশেষ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। তবে সরকার তেল কম্পানিগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যারা ভেনেজুয়েলায় বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.