01/15/2026 শান্তি আলোচনা বন্ধের জন্য জেলেনস্কি দায়ী, ট্রাম্পের মন্তব্যকে সমর্থন ক্রেমলিনের
মুনা নিউজ ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬ ১৯:৫৪
ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তিচুক্তি আটকে থাকার জন্য রাশিয়া নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিই দায়ী এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে রাশিয়া একমত বলে বৃহস্পতিবার জানিয়েছে ক্রেমলিন।
ইউরোপীয় দেশগুলো ধারাবাহিকভাবে বলে আসছে, মস্কোর যুদ্ধ শেষ করার প্রকৃত আগ্রহ নেই এবং তারা পশ্চিমা নিষেধাজ্ঞা ঠেকাতে চেষ্টা করার পাশাপাশি যতটা সম্ভব ভূখণ্ড দখলে রাখতে চায়। তবে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের মূল্যায়ন ইউরোপীয় মিত্রদের অবস্থানের বিপরীত।
ওভাল অফিসে বুধবার ট্রাম্প ভ্লাদিমির পুতিন সম্পর্কে বলেন, ‘আমি মনে করি, তিনি চুক্তি করতে প্রস্তুত। আমি মনে করি, ইউক্রেন চুক্তি করতে কম প্রস্তুত।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় স্থলযুদ্ধ এখনো কেন যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন আলোচনার মাধ্যমে সমাধান হয়নি—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি।’
এ বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে একমত। তিনি বলেন, ‘আমি একমত, বাস্তবতাও তাই।
প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়ার পক্ষ আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে। রাশিয়ার অবস্থান সুপরিচিত। এটি যুক্তরাষ্ট্রের আলোচক, প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিয়েভ শাসনের নেতৃত্বের কাছেও সুপরিচিত।’
রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ২০১৪ সালে সংযুক্ত করা ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে।
মস্কো চায়, ডোনেৎস্ক অঞ্চলের যেসব অংশ তারা নিয়ন্ত্রণ করে না, সেখান থেকে কিয়েভ তাদের সেনা প্রত্যাহার করুক—যদিও অঞ্চলগুলোকে তারা নিজেদের বলে দাবি করেছে। মস্কোকে ভূখণ্ড ‘উপহার’ দেওয়ার ধারণা প্রত্যাখ্যান করা ইউক্রেন চায় বর্তমান সম্মুখসারিতে যুদ্ধ বন্ধ হোক। যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, ইউক্রেন সেনা প্রত্যাহার করলে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠন করা হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল সম্ভাব্য শান্তিচুক্তির পর যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা। তবে কিছু ইউরোপীয় কর্মকর্তা সতর্ক করেছেন, পুতিন এসব শর্তের কিছু গ্রহণ করতে অত্যন্ত অনিচ্ছুক হতে পারেন।
গত মাসে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের একটি বাসভবনে হামলার চেষ্টা করার অভিযোগ তোলে, যাকে কিয়েভ মিথ্যা বলে অভিহিত করেছে। এই ঘটনার পর আলোচনার অগ্রগতি আরো পিছিয়ে যায়।
পেসকভ বলেন, ইউক্রেন বিষয়ে অতিরিক্ত আলোচনার জন্য ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে নির্ধারিত সফরের তারিখ ঠিক হলে ক্রেমলিনে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে মস্কো।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.