01/15/2026 তেহরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হবে না- আশ্বাস পেলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬ ১৮:৪৭
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে বলে আশ্বাস পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার দাবি, দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ইরানের ভেতর থেকেই গুরুত্বপূর্ণ সূত্র থেকে এমনটা জানতে পেরেছেন বলে দাবি করেন প্রেসিডেন্ট।
বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান ইস্যুতে এসব মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তিনি জানান, পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, তার ওপর ভিত্তি করে পদক্ষেপ নেবে ওয়াশিংটন।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই।
এর আগে, সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জোরালো আশঙ্কা তৈরি হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.