01/15/2026 মিনিয়াপোলিসে অভিবাসন অভিযানে বাধা, পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্যাস ব্যবহার আইসিই’র
মুনা নিউজ ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬ ২০:১৬
মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তার গুলিতে আমেরিকান নারী নিহতের ঘটনায় গত কয়েকদিন ধরেই তীব্র বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে। এরমধ্যেই সেখানে এক ব্যক্তিকে আটক করাকে কেন্দ্র করে আইসিই এজেন্টদের সাথে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইসিই এজেন্টরা টিয়ার গ্যাস এবং পিপার স্প্রে ব্যবহার করেছেন।
এনবিসি নিউজের তথ্যমতে, আইসিই এজেন্টরা যখন একটি নির্দিষ্ট স্থানে অভিবাসন সংক্রান্ত একটি অভিযানে যান, তখন স্থানীয় বাসিন্দারা তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক পর্যায়ে বিক্ষোভকারী এবং কর্মকর্তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে এবং আটক ব্যক্তিকে নিয়ে যাওয়ার পথ পরিষ্কার করতে কর্মকর্তারা রাসায়নিক ইরিট্যান্ট (টিয়ার গ্যাস ও পিপার স্প্রে) প্রয়োগ করেন।
এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী এবং পথচারী টিয়ার গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় মানবাধিকার কর্মী ও প্রত্যক্ষদর্শীরা এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, জনবহুল আবাসিক এলাকায় এ ধরনের কঠোর পদক্ষেপ সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, কর্মকর্তারা যখন একজনকে গাড়িতে তোলার চেষ্টা করছিলেন, তখন জনতা গাড়িটিকে ঘিরে ধরে। পরিস্থিতি বেগতিক দেখে কর্মকর্তারা গ্যাস ব্যবহার শুরু করেন।
আইসিই এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের কর্মকর্তারা আইনসম্মত একটি অভিযান পরিচালনা করছিলেন। সে সময় একদল মানুষ তাদের কাজে বাধা প্রদান করে এবং কর্মকর্তাদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। পরিস্থিতি শান্ত করতে এবং কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করতেই প্রয়োজনীয় বল প্রয়োগ করা হয়েছে।
এই ঘটনার পর থেকে স্থানীয় অভিবাসী কমিউনিটির মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় নেতারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি আইসিই এজেন্টের গুলিতে মার্কিন নারী নিহত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। সাধারণ মানুষের মনে আইসিই’র বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। তাদের তৎপরতা বন্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হয়েছে। সংস্থাটির অভিযানকে অসাংবিধানিক উল্লেখ করে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে বেশ কয়েকজন ফেডারেল অফিসারদের নামও।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.