01/14/2026 পবিত্র মাহে রমাদান উপলক্ষে মুনা একাডেমির মুয়াল্লিম ট্রেনিং কোর্স ২০২৬-এর উদ্বোধন
মুনা সাংগঠনিক ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬ ২১:১০
প্রতিবছরের মতো এবারও পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে ফ্রি সহীহ কুরআন তা’লিম কোর্স পরিচালনার লক্ষ্যে মুনা একাডেমি প্রশিক্ষকদের জন্য আয়োজন করেছে মুয়াল্লিম ট্রেনিং কোর্স ২০২৬। ১২ জানুয়ারি (সোমবার) এই কোর্সের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।
এই বিশেষ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসান আহমেদ নুমান। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন মুনা একাডেমির প্রশিক্ষক ইমাম জুনাঈদ হোসাইন।

মুনা একাডেমির ডিরেক্টর ও মুনা ন্যাশনাল সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড. রুহুল আমিন তার স্বাগত বক্তব্যে পবিত্র কুরআন নাজিলের উদ্দেশ্য, বিশুদ্ধভাবে কুরআন শিক্ষা গ্রহণ ও প্রদানের গুরুত্ব তুলে ধরেন। কোর্স বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তিনি তার আলোচনা শেষ করেন।

প্রধান অতিথি ইমাম দেলোয়ার হোসাইন তার বক্তব্যে সারা বিশ্ব থেকে মুয়াল্লিমদের এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য মহান আল্লাহ তা’আলার শুকরিয়া আদায় করেন এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মুনা একাডেমির এই উদ্যোগে আল্লাহর বিশেষ সাহায্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুনা একাডেমির এডমিন শাহিদী রিদওয়ান।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এই ট্রেনিং কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট স্কলার ও খ্যাতনামা প্রশিক্ষক শায়খ মাঈনুদ্দীন হাসান।

আয়োজকরা জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৪৬ জন মুয়াল্লিম অত্যন্ত আগ্রহের সঙ্গে এই কোর্সে অংশগ্রহণ করছেন। এছাড়াও, ফ্রি সহীহ কুরআন তা’লিম কোর্স আগামী ১ রমাদান থেকে শুরু হয়ে ১৬ রমাদান চলবে।
কোর্সটি সম্পূর্ণ ফ্রি-তে জুম অ্যাপের মাধ্যমে সঞ্চালনা করা হবে।
শাহিদী রিদওয়ান
এডমিন, মুনা একাডেমি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.