01/13/2026 পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের পেসার আলী খানের ভিসা প্রত্যাখ্যান করল ভারত
মুনা নিউজ ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬ ১৮:১৮
ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাস আগে ভারতের ভিসা জটিলতায় পড়েছেন যুক্তরাষ্ট্রের পেসার আলী খান। পাকিস্তানে জন্ম নেওয়া এই ক্রিকেটারকে এখনো ভারত ভিসা না দেওয়ায় বিশ্বকাপকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন আলী খান, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টের মাধ্যমে।
যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আলী খান। যদিও এখনও যুক্তরাষ্ট্র তাদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি, তবে দলের পেস আক্রমণের অন্যতম ভরসা হওয়ায় স্কোয়াডে তার থাকা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আলী খান। সেই অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এবার ভারতের ভিসা না পাওয়ায় প্রশ্ন উঠেছে। ৩৫ বছর বয়সী এই পেসার ইনস্টাগ্রামে লেখেন,‘ভারতের ভিসা মেলেনি, কিন্তু কেএফসি জিতে গেছে।’ তার এই পোস্টের পরই আবার আলোচনায় এসেছে ভারতের ভিসা সংক্রান্ত জটিলতা।
সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি বংশোদ্ভূত বা গ্রিন পাসপোর্টধারী ক্রিকেটারদের ভারতীয় ভিসা পেতে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে। জানা গেছে, ইতালি, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি সহযোগী দেশের দলে পাকিস্তানি বংশোদ্ভূত বা দ্বৈত নাগরিকত্বধারী ক্রিকেটার রয়েছেন।
ভারত সফরের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে এসব খেলোয়াড় নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট পাঁচটি দেশের ক্রিকেট বোর্ড এ বিষয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে দিকনির্দেশনা চাইলেও এখন পর্যন্ত আইসিসি বা বিসিসিআইয়ের কাছ থেকে কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি।
পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের জন্য ভারতীয় ভিসা জটিলতা নতুন নয়। আগের টুর্নামেন্টগুলোতেও বিভিন্ন দেশের খেলোয়াড়দের একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই বিষয়টি আবারও নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.