01/13/2026 টি-টোয়েন্টির ভেন্যু পরিবর্তনের অনুরোধ বাংলাদেশের; মোস্তাফিজকে বাদ দেওয়ার পরামর্শ দিল আইসিসি
মুনা নিউজ ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬ ২০:২২
নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলতে যেতে চাচ্ছে না বাংলাদেশ। তাই ভেন্যু পরিবর্তনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি’কে চিঠি দিয়েছে বাংলাদেশ। কিন্তু আইসিসির কাছ থেকে পাওয়া গেছে অদ্ভূত আচরণ। তারা বলছে, মোস্তাফিজকে ছাড়া ভারত যেতে।
সোমবার এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার প্রস্তাব দিয়েছে আইসিসি।
তিনি জানিয়েছেন, সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটা চিঠি দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাদের বিশেষজ্ঞ দল জানিয়েছে, মোস্তাফিজ দলে থাকলে ভারতে নিরাপত্তা ঝুঁকি বাড়বে বাংলাদেশের।
ফলে বলাই যায়, বিশ্বকাপ দল থেকে মোস্তাফিজকে বাদ দিতে হবে অনেকটা এমন শর্ত জুড়ে দিয়েছে আইসিসি।
সব মিলিয়ে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করেছে তারা।
আইসিসির দেয়া সেই চিঠি প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘আইসিসির যে নিরাপত্তা দল আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে।’
‘একটা জিনিস হচ্ছে মোস্তাফিজ যদি বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়। দুই হচ্ছে বাংলদেশ দলের সমর্থকরা যদি জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। এবং তিন হচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’
উল্লেখ্য, ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেয়া হয়েছে এ আসরে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে। তাই পুরো দলের নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে যাচ্ছে না বাংলাদেশ। বিকল্প হিসেবে শ্রীলঙ্কার ভেন্যুতে খেলতে দেয়ার প্রস্তাব করা হয়েছে আইসিসিকে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.