01/11/2026 নির্বাচনের অনুকূল পরিবেশ ও সবার জন্য সমান সুযোগ বজায় আছে: প্রেস সচিব
মুনা নিউজ ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬ ১৭:২৭
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানিয়েছেন, দেশে বর্তমানে নির্বাচনের জন্য একটি চমৎকার ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ বিদ্যমান। শুক্রবার দুপুরে ময়মনসিংহের শিববাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ খুবই সন্তোষজনক। ছোট-বড় সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে এবং এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যা নিয়ে প্রশ্ন তোলা যায়।
এর আগে তিনি ময়মনসিংহের জুবলী রোডে বুড়া পীরের মাজার এবং সম্প্রতি হামলার শিকার হওয়া থানা ঘাট এলাকার হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহ’র (রহ.) মাজার জিয়ারত করেন। আসন্ন গণভোট প্রসঙ্গে তিনি দেশবাসীকে কেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা চাই একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ, যেখানে প্রতিটি মানুষের অধিকার সংরক্ষিত থাকবে এবং অতীতের অপশাসনের পুনরাবৃত্তি ঘটবে না।”
মাজার ও ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং পীর-আউলিয়াদের হাত ধরেই এখানে ইসলামের প্রচার ঘটেছে। যারা বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল আগের চেয়ে বেড়েছে এবং মাজারগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিদর্শনকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীসহ স্থানীয় প্রশাসন ও ধর্মীয় উপাসনালয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.