01/11/2026 যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিশ্বব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে: জার্মান প্রেসিডেন্ট
মুনা নিউজ ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬ ১৬:৪৩
যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাংক-ভাল্টার স্টাইনমায়ার। বুধবার (৭ জানুয়ারি) এক ভাষণে তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের বর্তমান পথচলা বিশ্বব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে এবং পৃথিবীকে 'ডাকাতদের আস্তানায়' পরিণত করতে পারে।
স্টাইনমায়ারের মতে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতিহীন আচরণ আন্তর্জাতিক স্থিতিশীলতাকে নষ্ট করছে, যেখানে বড় শক্তিগুলো তাদের ইচ্ছামতো সার্বভৌম দেশ দখলের চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণ যেমন একটি ঐতিহাসিক ফাটল তৈরি করেছিল, তেমনি প্রধান অংশীদার যুক্তরাষ্ট্রের মূল্যবোধের এই বিচ্যুতি বিশ্বরাজনীতিতে দ্বিতীয় বড় ধাক্কা।
প্রেসিডেন্ট স্টাইনমায়ার তার বক্তব্যে জোর দিয়ে বলেন, বিশ্বকে এমন একটি স্থানে পরিণত হতে দেওয়া যাবে না যেখানে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলো বৃহৎ শক্তিগুলোর ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়। তার এই মন্তব্য মূলত আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপমূলক ভূমিকা, বিশেষ করে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে করা হয়েছে। তিনি মনে করেন, আন্তর্জাতিক আইন ও নীতির অবক্ষয় বিশ্বকে এক অরাজক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
এদিকে, জার্মানির সরকারি সম্প্রচারক 'এআরডি' পরিচালিত একটি সাম্প্রতিক জরিপে যুক্তরাষ্ট্রের প্রতি জার্মান নাগরিকদের আস্থার চরম সংকট ফুটে উঠেছে। জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ জার্মান নাগরিক মনে করেন যুক্তরাষ্ট্র এখন আর নির্ভরযোগ্য কোনো অংশীদার নয়, যা এই জরিপের ইতিহাসে সর্বনিম্ন। মাত্র ১৫ শতাংশ মানুষ এখনো যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস রাখছেন। এর বিপরীতে অধিকাংশ জার্মান নাগরিক ফ্রান্স ও ব্রিটেনের ওপর বেশি আস্থা প্রকাশ করেছেন। এছাড়া জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মানুষ ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং মনে করেন যে ন্যাটোর সদস্য দেশগুলো এখন আর যুক্তরাষ্ট্রের সুরক্ষার ওপর নির্ভর করতে পারছে না।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.