01/08/2026 ‘সঠিক কাজ না করলে’ রদ্রিগেজকে 'ভারী মূল্য' দিতে হবে : ট্রাম্পের হুঁশিয়ারি
মুনা নিউজ ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬ ১৮:৩২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সতর্ক করে বলেছেন, যদি তিনি ‘সঠিক কাজ না করেন’, তবে তাকে ‘খুব বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বেশি।’
সোমবার নিউইয়র্কের একটি আদালতে ভেনিজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হাজির করার কথা। এর মাঝে ম্যাগাজিন দ্য আটলান্টিকের এক প্রতিবেদনে ট্রাম্পের এ হুঁশিয়ারি এলো।
মাদক পাচার ও অস্ত্র অপরাধের অভিযোগে অভিযুক্ত মাদুরোকে ‘মাদক-সন্ত্রাসবাদী’ শাসনব্যবস্থা পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র অভিযুক্ত করেছে, যদিও মাদুরো এ দাবি অস্বীকার করেছেন।
শনিবার কারাকাসে বিমান হামলার পরে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলেছেন, ভেনিজুয়েলার সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধে লিপ্ত নয়।
তবে কয়েকজন ডেমোক্র্যাট আইন প্রণেতা এ অভিযানকে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।
ট্রাম্প রোববার দ্য আটলান্টিককে দেয়া এক সাক্ষাৎকারে রদ্রিগেজ সম্পর্কে বলেন, ‘যদি তিনি সঠিক কাজ না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সেটা মাদুরোর চেয়েও বেশি।’
তিনি আরো বলেন, ‘ভেনিজুয়েলার জন্য সরকার পরিবর্তন, আপনি যা-ই বলুন না কেনো, আপনার এখন যা আছে তার চেয়ে ভালো। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না।’
শনিবার ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘একটি নিরাপদ, সঠিক ও ন্যায়সঙ্গত রূপান্তর’ সম্ভব না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশ (ভেনিজুয়েলা) ‘চালিয়ে’ যাবে।
এদিকে কিউবার সরকার জানিয়েছে, আমেরিকান বাহিনী হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করার সময় ৩২ জন ‘সাহসী কিউবান যোদ্ধা’ নিহত হয়েছেন। মাদুরোর দীর্ঘদিনের সমাজতান্ত্রিক মিত্র কিউবা দু’দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.