01/02/2026 প্রশান্ত মহাসাগরে সন্দেহজনক মাদকবাহী তিন জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
মুনা নিউজ ডেস্ক
১ জানুয়ারী ২০২৬ ২১:৪০
মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরের জলসীমায় তিনটি সন্দেহজনক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই হামলায় কমপক্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, তাদের আক্রমণে একটি জাহাজে থাকা তিনজন মাদক পাচারকারী নিহত হয়েছেন। তবে বাকি দুটি জাহাজ থেকে আরও আটজন ব্যক্তি জীবন বাঁচাতে সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এই পলাতকদের সন্ধানে বর্তমানে একটি বিমান ও নৌ-জাহাজ মোতায়েন করা হয়েছে। হামলায় আক্রান্ত তিনটি জাহাজই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, সেপ্টেম্বর মাস থেকে শুরু করে এখন পর্যন্ত ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র মাদক পাচারকারীদের লক্ষ্য করে ৩০টির বেশি অভিযান চালিয়েছে, যার ফলে মোট ১১০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.