12/31/2025 নতুন প্রশাসন গঠনের জন্য সকল প্রস্তুতি নিচ্ছেন মেয়র মামদানি
মুনা নিউজ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:২০
শপথ নেওয়ার আগে নিজের নতুন প্রশাসন গঠনের সবরকম প্রস্তুতি নিচ্ছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এরইমধ্যে ঘোষণা করেছেন গুরুত্বপূর্ণ কিছু পদে আসীনদের নাম। বুধবার এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানায়।
স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক ডেপুটি মেয়র হিসেবে তালিকায় রয়েছে এলমহার্স্ট হাসপাতালের প্রধান নির্বাহী ডা. হেলেন আরতেয়াগার নাম। এরপর রয়েছে আরও দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম।
কর্পোরেশন কাউন্সেল বা প্রধান আইনজীবীর দায়িত্বে থাকবেন সাবেক সোশ্যাল সার্ভিসেস কমিশনার ও লিগ্যাল এইড সোসাইটির সাবেক প্রধান স্টিভ ব্যাঙ্কস।
অন্যদিকে, চিফ কাউন্সেল বা মেয়রের আইনি উপদেষ্টার দায়িত্ব পালন করবেন আইন প্রয়োগকারী সংস্থা কিউনি ক্লিয়ার এর প্রধান রামজি কাসেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.