12/30/2025 খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় যাচ্ছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা
মুনা নিউজ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫ ১৯:০৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় যাচ্ছেন। বুধবার রাজধানীতে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় জানাজায় তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র জানায়, ইসহাক দার আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছাবেন এবং জানাজায় অংশ নেবেন। একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও জানাজায় যোগ দিতে ঢাকায় যাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা জানাজায় অংশ নেওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে গণতন্ত্র ও কূটনৈতিক সুসম্পর্কে বেগম খালেদা জিয়ার ভূমিকার স্বীকৃতি হিসেবে বিভিন্ন দেশের কূটনীতিক ও মন্ত্রীরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় যাচ্ছেন।
শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠেয় জানাজায় দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক প্রতিনিধিদের আগমনকে ঘিরে নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিথিদের স্বাগত জানাতে প্রটোকল টিম সার্বক্ষণিক কাজ করছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.