12/29/2025 ইউক্রেনকে ১৫ বছরের 'নিরাপত্তা গ্যারান্টি' দেবে যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৪০
শান্তি চুক্তি হলে ইউক্রেনকে ১৫ বছরের জন্য 'নিরাপত্তা গ্যারান্টি' দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর মেয়াদ আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে ইউক্রেন ৩০-৫০ বছরের জন্য গ্যারান্টি চায়।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে উদ্ধৃতি করে সংবাদমাধ্যম নোভোস্টি লাইভ এ খবর জানিয়েছে।
বিষয়টি এখনো প্রস্তাবিত জানিয়ে তিনি বলেন, 'এই নথিটি ১৫ বছরের জন্য বৈধ, যার মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আমি প্রেসিডেন্টের (ট্রাম্প) কাছে বিষয়টি উত্থাপন করেছি। আমি তাকে বলেছি, প্রায় ১৫ বছর ধরে চলছে...এই কারণেই আমরা সত্যিই দীর্ঘমেয়াদী গ্যারান্টি পেতে চাই।'
তিনি আরও বলেন, 'আমি তাকে বলেছি, আমরা ৩০-৪০ অথবা ৫০ বছরের জন্য গ্যারান্টির সম্ভাবনা বিবেচনা করতে চাই। প্রেসিডেন্ট (ট্রাম্প) বলেছেন, তিনি এটি নিয়ে ভাববেন।'
এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রুশ বার্তা সংস্থা তাসকে বলেছিলেন, জেলেনস্কি এবং তার ইউরোপীয় তত্ত্বাবধায়করা গঠনমূলক আলোচনার জন্য প্রসামরিক অবকাঠামোর বিরুদ্ধে নাশকতা চাস্তুত নন। কিয়েভ রাশিয়ায় বেসামরিক লোকদের 'সন্ত্রাসী' বলছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.