12/26/2025 নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলায় কমপক্ষে নিহত ৫ জন
মুনা নিউজ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১৭
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বরনো রাজ্যের একটি মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের একজন মুখপাত্র। বুধবার স্থানীয় সন্ধ্যায় রাজ্যটির রাজধানী মাইদুগুরির গামবোরু মার্কেট এলাকায় এ হামলা হয়েছে।
পুলিশের মুখপাত্র নাহুম দাসো স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, রাজ্যের রাজধানী মাইদুগুরির গাম্বোরু বাজারে মাগরিবের নামাজের সময় বোমা বিস্ফোরণ হয়। এতে আরো ৩৫ জন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর পুরো বাজার এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কিত মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার কথা স্বীকার করেনি। তবে এর আগেও মসজিদ এবং এলাকার জনাকীর্ণ স্থানগুলোতে আত্মঘাতী হামলা ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে হামলা চালিয়েছে উগ্রবাদীরা।
মাইদুগুরি উগ্রবাদী গোষ্ঠী বোকো হারাম ও এর শাখা ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশের বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বরনো রাজ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য বোকো হারামের সামরিক অভিযান ২০০৯ সালে শুরু হয়।
উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বিক্ষিপ্ত আক্রমণ রোধে এই গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.