12/21/2025 ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনার পর স্থগিত হল ডাইভারসিটি ভিসা লটারি
মুনা নিউজ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৩
ব্রাউন ইউনিভার্সিটিতে ভয়াবহ গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে নোয়েম বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আমি অবিলম্বে ইউএসসিআইএসকে ডিভি প্রোগ্রাম স্থগিত করতে বলেছি, যাতে এই বিপর্যয়কর কর্মসূচির মাধ্যমে আর কোনো আমেরিকান ক্ষতির মুখে না পড়েন।’
তিনি জানান, ব্রাউন ইউনিভার্সিটির গুলির ঘটনার সন্দেহভাজন ব্যক্তি এই ডাইভারসিটি ভিসা কর্মসূচির মাধ্যমেই গ্রিন কার্ড পেয়েছিলেন। অভিযুক্ত ওই ব্যক্তি পর্তুগালের নাগরিক ছিলেন এবং প্রায় দুই দশক আগে ব্রাউন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। তার বয়স ছিল ৪৮ বছর। নোয়েম বলেন, ‘এই ভয়ংকর ব্যক্তিকে কখনোই আমাদের দেশে প্রবেশের সুযোগ দেওয়া উচিত ছিল না।’
গত সপ্তাহে ব্রাউন ইউনিভার্সিটিতে সংঘটিত ওই বন্দুক হামলায় দুজন নিহত এবং অন্তত ৯ জন আহত হন। পরে বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি স্টোরেজ স্থাপনায় সন্দেহভাজন ব্যক্তিকে আত্মঘাতী আঘাতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে তদন্তকারীরা ধারণা করছেন, ওই ব্যক্তি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক নুনো এফ জি লোরেইরো হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত। গত সোমবার বোস্টনে তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ম্যাসাচুসেটসের মার্কিন অ্যাটর্নি লিয়া বি ফোলি।
ডাইভারসিটি ভিসা লটারি কর্মসূচি যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দিতে বহু বছর ধরে চালু ছিল। তবে সাম্প্রতিক এই ঘটনায় কর্মসূচিটি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.