12/19/2025 বড়দিনের আগেই সেনাসদস্যরা পাবেন বোনাস চেক— ঘোষণা ট্রাম্পের
মুনা নিউজ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৮
বড়দিনের আগেই সামরিক বাহিনীর সদস্যদের বিশেষ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান সেনাদের ১৪ লাখেরও বেশি সদস্য পাবে এই বিশেষ বোনাস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে সিএনএন নিউজ এ তথ্য জানায়।
বুধবার (১৭ ডিসেম্বর) টেলিভিশনে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বড়দিন উপলক্ষে লাখো আমেরিকানকে নগদ অর্থ উপহার দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেছেন, তিনি ‘বাইডেনের ভুল কাজগুলো সংশোধন করবেন’।
হোয়াইট হাউস থেকে সরাসরি সম্প্রচারিত ভাষণে ট্রাম্প তার ক্ষমতায় থাকার ১১ মাসের অর্জন তুলে ধরেন এবং ভবিষ্যতে এসব সিদ্ধান্ত আমেরিকানদের জন্য কী অর্থ বহন করবে, তা ব্যাখ্যা করেন।
ভাষণে ট্রাম্প জানান, আসন্ন ছুটির মৌসুমে কর্মরত সামরিক সদস্যদের জন্য ১ হাজার ৭৭৬ ডলারের ‘ওয়ারিয়র ডিভিডেন্ড’ প্রদান করা হবে। তিনি বলেন, এই চেকগুলো ইতোমধ্যেই পাঠানো হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই পৌঁছে যাবে।
ট্রাম্প বলেন, 'বড়দিনের আগেই আমাদের সামরিক সদস্যরা একটি বিশেষ অর্থ সহায়তা পাবেন—যাকে আমরা ‘ওয়ারিয়র ডিভিডেন্ড’ বলছি। এটি ১৭৭৬ সালে আমাদের জাতির প্রতিষ্ঠার প্রতি সম্মান জানিয়ে দেওয়া হচ্ছে।'
ট্রাম্প দাবি করেন, তার আরোপিত 'ট্যারিফ' নীতির কারণেই যুক্তরাষ্ট্র এখন 'হটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ড-এ' পরিণত হয়েছে। তবে, ভাষণে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ক্ষমতায় আসার এক বছর আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল।
তবে, এক বছরের মধ্যে, তার শাসনামলে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষমতায় আসার মোট ১১ মাসের মধ্যে শুল্ক নীতির ফলসরূপ প্রায় ১৮ ট্রিলিয়ন ডলার আয় করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি বেড়েছে চাকরির বাজার।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.