11/22/2024 আইসল্যান্ডে এক দিনে ১৬০০ বার ভূমিকম্প
মুনা নিউজ ডেস্ক
৬ জুলাই ২০২৩ ১২:৫৮
আইসল্যান্ডের রাজধানী রেইকিভেকে এক দিনে ১ হাজার ৬০০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির কর্মকর্তারা বলছেন, এত বেশিসংখ্যক ভূমিকম্পের কারণে আগ্নেয়গিরি থেকে লাভার উদ্গিরণ শুরু হতে পারে।
আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) জানিয়েছে, গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে ফাগরাদশপিয়াচ পাহাড়ের নিচে। ফাগরাদশপিয়াচ একটি আগ্নেয়গিরির ওপর অবস্থিত। আগ্নেয়গিরিটি থেকে গত দুই বছরে দুই দফায় লাভা উদ্গিরণ হয়েছে—একবার ২০২১ সালে, এরপর ২০২২ সালে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও লাভার উদ্গিরণ দেখা যায়নি। এতে করে খুব শিগগিরই হয়তো উদ্গিরণ শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন।
আইএমওর তথ্য বলছে, এসব ভূমিকম্পের মধ্যে মাত্র চারটির মাত্রা চারের বেশি ছিল, যা মৃদু ভূমিকম্প হিসেবে বিবেচিত।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.