12/13/2025 গর্ভে সন্তান থাকলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫ ২২:০৩
বেশ কয়েক মাস ধরে ভিসা নিয়ে কড়াকড়ি আরোপ করেছে আসছে যুক্তরাষ্ট্র। এর ধারাবাহিকতায় আবারও নতুন নিয়ম চালু করেছে ট্রাম্প প্রশাসন।বিশ্বে অনেকে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেন। কারণ যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হয়।
ভ্রমণ ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসে কেউ যদি এখানে সন্তান জন্ম দেয়ার ইচ্ছাপোষণ করেন, তবে তাদের ভিসা ইস্যু করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারতে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, কোনো পর্যটক যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার শর্টকাট নিতে চাইলে সেই ভিসা আবেদন গ্রহণ করা হবে না। পোস্টে আরও বলা হয়, ‘যদি যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তাদের মনে হয় ভ্রমণ ভিসা আবেদনকারীর মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া এবং এর মাধ্যমে শিশুর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিশ্চিত করা, তাহলে তারা সে আবেদন প্রত্যাখ্যান করতে পারবেন। পর্যটক ভিসা যেন ‘বার্থ ট্যুরিজম’-এ পরিণত না হয়, সে লক্ষ্যে ট্রাম্প প্রশাসন বৃহত্তর নীতির অংশ হিসেবেই এই নিয়ম করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া প্রতিটি শিশুই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়। এই সুযোগ কাজে লাগিয়ে বহু বিদেশি নাগরিক পর্যটন বা ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেয়। নতুন নিয়মে এ ধরনের বার্থ ট্যুরিজমের পথ বন্ধ হবে।
এছাড়া দক্ষ কর্মীদের দেয়া এইচ-১বি ভিসার আবেদনকারী এবং তাদের এইচ-৪ নির্ভরশীলদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন উপস্থিতি পর্যালোচনার পরিধিও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারতের বহু আবেদনকারীকে ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণ সংক্রান্ত ই-মেইল পাঠানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, প্রতিটি ভিসার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সময় নেব। আবেদনকারী যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ নন এবং তিনি যে ভিসার জন্য আবেদন করেছেন তার যোগ্যতা বিশ্বাসযোগ্যভাবে প্রতিষ্ঠা করেছেন, এসব নিশ্চিত হওয়ার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.