12/13/2025 ঢামেক থেকে এভারকেয়ারে ওসমান হাদি, অবস্থা এখনো সংকটাপন্ন
মুনা নিউজ ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫ ২১:০৬
দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার ১২ ডিসেম্বর রাত ৮টার দিকে ঢামেক হাসপাতাল থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ারে পৌঁছায়।
দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথম ঢামেকের জরুরি বিভাগে আনা হয়।
সন্ধ্যায় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, অস্ত্রোপচারের সময় হাদির মাথার ভেতরে কোনো বুলেট পাওয়া যায়নি; সার্জনদের ধারণা, গুলিটি মাথা থেকে বের হয়ে গেছে। তবে তার অবস্থা এখনো গুরুতর।
এর আগে দুপুরে পল্টনের বিজয়নগর এলাকায় জুমার নামাজ শেষে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার সঙ্গে থাকা মিসবাহ জানান, হামলাকারীরা মুহূর্তেই পালিয়ে যায় এবং হাদিকে রিকশাতেই হাসপাতালে নেওয়া হয়।
ওসমান হাদির ওপর এই হামলার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন এবং দ্রুত তদন্ত চালিয়ে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশনা দেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.