12/13/2025 ঝড় ‘বায়রন’-এর তাণ্ডবেও গাজায় নিপীড়ন থামায়নি ইসরাইল
মুনা নিউজ ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫ ২০:৫৯
ঝড় ‘বায়রন’-এর তাণ্ডবের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা থামেনি। উত্তরাঞ্চলের জাবালিয়ায় ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগে দখলদার বাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। ঝড় ও তীব্র শীতের কারণে সৃষ্টি হওয়া বন্যায় মানবিক সংকট আরও গভীর হয়েছে। উপত্যকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এক শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে।
গাজার বাস্তুচ্যুত মানুষ এখন দুই দিকের আঘাতে বিপর্যস্ত—ইসরাইলি হামলা অব্যাহত, অন্যদিকে বৃষ্টিতে ত্রাণশিবির প্লাবিত। ঝড়ে অস্থায়ী তাঁবু ভেঙে পড়েছে, ভবন ধসেও প্রাণহানি ঘটেছে। নিরাপদ আশ্রয়ের অভাবে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত ভবনে ঠাঁই নিচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে, গাজার ৪০ শতাংশ মানুষ বন্যা ঝুঁকিতে; ৭৬০টির বেশি শরণার্থী শিবির চরম বিপদের মুখে।
এমন সংকটে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে নীরবে প্রস্তুতি চলছে। তবে বাস্তবায়নের সময়সীমা নির্দিষ্ট নয়। অন্যদিকে হামাস জানায়, গাজাবাসী নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। সংগঠনটি ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানায়।
ইসরাইলের দাবি, যুদ্ধবিরতির পর গাজার শাসনব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই এবং উপত্যকাটিকে পুরোপুরি অস্ত্রমুক্ত করা হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.