12/12/2025 ট্রাম্পের 'পরবর্তী নিশানা’ কলম্বিয়ার প্রেসিডেন্ট, কিন্তু কেন?
মুনা নিউজ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫ ১৯:১৩
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তিনি মাদকবিরোধী যুদ্ধের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ না নেন, তবে তার জন্য বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।
হোয়াইট হাউজে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, কলম্বিয়া প্রচুর কোকেন উৎপাদন করছে এবং তা সরাসরি যুক্তরাষ্ট্রে যাচ্ছে, তাই পেত্রোকে সাবধান হওয়া উচিত।
ট্রাম্পের মন্তব্য এসেছে এমন সময়ে, যখন তিনি ক্যারিবীয় সাগরে তেল ট্যাঙ্কার দখল এবং ভেনেজুয়েলা ও ইরানকে শাস্তি দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ট্রাম্প ও পেত্রোর দীর্ঘদিনের বিরোধ রয়েছে; পেত্রো কলম্বিয়ার ইতিহাসে প্রথম বামপন্থী নেতা।
পেত্রো দাবি করেন, তার সরকারের মাদকবিরোধী অভিযানে ইতোমধ্যেই প্রায় ১৮,৪০০টি মাদক পরীক্ষাগার ধ্বংস করা হয়েছে। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, কলম্বিয়ার সার্বভৌমত্বে আঘাত দেওয়া মানে যুদ্ধ ঘোষণা করা। একই সঙ্গে তিনি ট্রাম্পকে কলম্বিয়ায় এসে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার আমন্ত্রণও দেন।
দুই নেতার মধ্যে অন্যান্য বিষয়েও বিবাদ চলেছে। পেত্রো যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী বিতাড়ন ও শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের সমালোচনা করেছেন। ট্রাম্প পেত্রোর ভিসা বাতিল এবং নিষেধাজ্ঞা জারি করেছেন।
পাশাপাশি, পেত্রো ট্রাম্প প্রশাসনের ক্যারিবীয় সাগরে নৌ-হামলার কঠোর সমালোচক। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এই হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছেন। পেত্রো এসব হামলাকে কলম্বিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.