12/12/2025 ভারত হাসিনাকে ফেরত না পাঠালে বাংলাদেশের কিছুই করার থাকবে না : তৌহিদ
মুনা নিউজ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫ ১৮:১২
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে ফেরত পাঠাতে ভারত সরকারকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সেখানেই থাকবেন কি না, এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, তিনি (শেখ হাসিনা) ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাচ্ছেন কি না, সে বিষয়ে কূটনৈতিক চ্যানেলে কোনো তথ্য নেই।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই বন্ধ করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিএফআইয়ের মতো প্রতিষ্ঠান সব দেশেই আছে। তাই এটি বন্ধ করা সহজ নয়।
বিভিন্ন দেশের ভিসা-সংক্রান্ত জটিলতা নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, ভুয়া নথিপত্র বা ডকুমেন্ট তৈরি বন্ধ না হলে বাংলাদেশের ভিসা-সংক্রান্ত সমস্যার সমাধান হবে না। আর শিক্ষার্থীদের ভিসা দেওয়ার বিষয়টি পুরোপুরি সংশ্লিষ্ট দেশগুলোর এখতিয়ার।
বিদেশে নতুন মিশন খোলার বিষয়ে উপদেষ্টা বলেন, এটি সময়সাপেক্ষ বিষয়। অনেকগুলো মিশন খোলার অনুমোদন থাকলেও আর্থিক কারণে তা এখনই চালু করা সম্ভব হচ্ছে না।
এ ছাড়া ভারতকে বাদ দিয়ে পাকিস্তান ও চীনকে নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন কোনো জোট গঠনের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.