12/12/2025 মরক্কোতে দুটি আবাসিক ভবন ধসে কমপক্ষে ১৯ জন নিহত
মুনা নিউজ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫ ১৭:৫২
মরক্কোর উত্তরাঞ্চলে দুটি আবাসিক ভবন ধসে কমপক্ষে ১৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার ভোরের দিকে পৃথক এই দুর্ঘটনা ঘটে।
সরকারি সংবাদ সংস্থা এমএপি জানিয়েছে, ফেসের আল-মাসিরা এলাকায় আটটি পরিবারের আবাসস্থলসহ দুটি চারতলা ভবন ধসে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে- এমন আশঙ্কায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জরুরিকর্মীরা জীবিতদের খুঁজে বের করার জন্য রাতভর কাজ করে যাচ্ছে।
ঘটনার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশের কয়েকটি বাড়ি খালি করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.