12/12/2025 আগামীকাল ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে
মুনা নিউজ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা নাগাদ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ড শেষে কমিশনের সব সদস্য
ব্রিফিংকালে সাংবাদিকরা সাম্প্রতিক আদালতের রায়ের আলোকে বাগেরহাট ও গাজীপুরের নির্বাচনী এলাকার সম্ভাব্য জটিলতা নিয়ে প্রশ্ন তোলেন।
জবাবে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “এখন পর্যন্ত ৩০০টি নির্বাচনী এলাকার তফসিল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। পরে প্রয়োজনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশোধন করা যাবে। আমরা এখনও আদালতের আদেশ হাতে পাইনি।”
সম্প্রতি আপিল বিভাগ এক রায়ে বাগেরহাটের চারটি সংসদীয় আসনকে তিনটিতে কমিয়ে আনার বিষয়ে নির্বাচন কমিশনের গেজেট বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখে। একই সঙ্গে গাজীপুরের পাঁচটি আসন বহাল রাখার পক্ষে আদালত মত দেয়, যা সংশোধন করে ছয়টি করা হয়েছিল গেজেটের মাধ্যমে।
এর আগে ১০ নভেম্বর, হাইকোর্ট বাগেরহাটে সংসদীয় আসনের সংখ্যা চার থেকে তিনে নির্ধারণের ইসির গেজেটকে অবৈধ ঘোষণা করে জেলা–ভিত্তিক চারটি আসন পুনর্বহালের নির্দেশ দেয়।
এমন পরিস্থিতির মধ্যেই আগামীকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.