12/10/2025 অবশেষে যুক্তরাষ্ট্রের হাওয়াই স্টেটে চ্যাপ্টার সেট আপ এর মধ্য দিয়ে মুনা’র পথচলা শুরু
মুনা নিউজ ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৬
ওয়েস্ট জোন নিউজ ডেস্ক: প্রতিষ্ঠার তিন দশকের চেয়েও বেশি সময় ধরে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা যুক্তরাষ্ট্রের প্রায় সকল স্টেটে নন প্রফিট অর্গানাইজেশন হিসাবে কমিউনিটির মাঝে কাজ করে যাচ্ছে। শুধুমাত্র ওয়েস্ট জোনের অধীনস্থ হাওয়াই স্টেটে মুনা’র অফিসিয়ালি কোন কার্যক্রম দৃশ্যমান ছিল না।
ওয়েস্ট জোনের ভাইস প্রেসিডেন্ট ও ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট ডিরেক্টর জনাব আশরাফ হোসাইন আকবর ও ন্যাশনাল ফ্যামিলি ডেভেলপমেন্ট ডিরেক্টর ডক্টর রিয়াজুল ইসলাম সাংগঠনিক সফরে স্থানীয় সদস্যদের নিয়ে এক বিশেষ কর্মী সমাবেশের মাধ্যমে হাওয়াই চ্যাপ্টার নামে একটি চ্যাপ্টার ঘোষণা করেন। ওয়েস্ট জোনের অধীনে এটি ৮ম চ্যাপ্টার এবং এই ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৫০তম ও সর্বশেষ স্টেট হিসাবে অফিসিয়ালি মুনা‘র কার্যক্রম শুরু হলো।

হাওয়াই চ্যাপ্টারে প্রেসিডেন্ট হিসেবে ডঃ আরিফুর রহমান, সেক্রেটারি হিসেবে ডঃ মুরাদ হোসেন, ও ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে মোঃ আফতাবুজ্জামান এ সেশনে দায়িত্ব পালন করবেন । অন্যান্যদের মধ্যে ফ্যামিলি ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে মোহাম্মদ রউফ, দাওয়াহ্ ইসমুম উল হোসাইন, ও সোশ্যাল সার্ভিস ডিরেক্টর হিসেবে আশিকুর রহমান দায়িত্ব পালন করবেন।

এক বক্তৃতা আশরাফ হোসেন আকবর নবনির্বাচিত দায়িত্বশীলদের বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনাদের সবাইকে পছন্দনীয় ব্যক্তিদের কাতারে রেখেছেন বলেই এই মহতী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।” তাই সব সময় আল্লাহর নিকট বেশি বেশি সাহায্য কামনা করে এ সংগঠনের নৈতিক ও সামাজিক কাজকে কমিউনিটির মাঝে ছড়িয়ে দিতে নিরলসভাবে দায়িত্ব পালনের আহবান করেন।

সবশেষে দায়িত্বপ্রাপ্তদের মোবারকবাদসহ হাওয়াই স্টেটে মুনা‘র কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়ার মাধ্যমে এই সমাবেশের সমাপনী হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.