12/08/2025 “গাজা যুদ্ধবিরতি কেবল একটি বিরতি, যেকোনো সময় ভেঙে যেতে পারে”
মুনা নিউজ ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫ ১৪:১৬
গাজার যুদ্ধবিরতি চুক্তি সঙ্কটাপন্ন মুহূর্তে রয়েছে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। তিনি বলেছেন, স্থায়ী শান্তি চুক্তির দিকে দ্রুত অগ্রসর না হলে এ প্রক্রিয়া ভেঙে যেতে পারে।
শনিবার দোহা ফোরামে তিনি বলেন, বাস্তবে যা চলছে তা আসলে যুদ্ধবিরতির পরিবর্তে একটি বিরতি মাত্র।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার না হলে প্রকৃত যুদ্ধবিরতি নিশ্চত হবে না। পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য স্থিতিশীলতা ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য। এগুলোর কোনোটিই এখনো বাস্তবায়িত হয়নি।
ফোরামে তুরস্কের শীর্ষ কূটনীতিক হাকান ফিদানও একই বার্তা দিয়েছেন। তিনি বলেন, সময়মতো যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া শান্তি প্রক্রিয়া পুরোপুরি স্থবির হয়ে যেতে পারে।
ফিদান বলেন, ‘যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সময়মতো হস্তক্ষেপ করা প্রয়োজন যাতে আমরা দ্বিতীয় পর্যায়ে যেতে পারি, অন্যথায় আমরা গতি হারাতে পারি।’
তিনি আরো বলেন, হামাস বন্দী বিনিময়ের বেশিভাগ শর্তগুলো পূরণ করেছে।
যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েন, টেকনোক্র্যাট ফিলিস্তিনি সরকার, হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরাইলের পূর্ণ প্রত্যাহারের কথা রয়েছে। এগুলো এখনো শুরু হয়নি। গাজায় ইসরাইলের হামলায় ২০২৩ সালের অক্টোবর থেকে কমপক্ষে ৭০ হাজার ১২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.