12/07/2025 মাস্কের প্রতিষ্ঠান এক্সকে ইইউ-এর জরিমানা করায় ক্ষুব্ধ রুবিও
মুনা নিউজ ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫ ২০:৪৭
ইউরোপীয় ইউনিয়নের অনলাইন কনটেন্ট নীতিমালা না মানায় ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–কে ১২০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইইউ। শুক্রবার প্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা এই সিদ্ধান্ত জানায়। শুক্রবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
ইউরোপীয় কমিশনের দাবি, টাকা দিয়ে ব্লু-টিক কেনার সুযোগ দেয়া ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে। কারণ এক্ষেত্রে এক্স বাবহারকারীর প্রকৃত পরিচয় যাচাই করছে না।
কমিশন বলছে, এ ধরনের ব্লু-টিক প্রতারণা, ছদ্মবেশী অ্যাকাউন্ট, স্ক্যাম এবং নানা ধরনের অপব্যবহারের সুযোগ তৈরি করে।
কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, 'ইইউ শুধু এক্স–কে টার্গেট করেনি—সব আমেরিকান টেক কোম্পানি ও আমেরিকানদের ওপর আক্রমণ করেছে।' তার এই বক্তব্য রিটুইট (রিপোস্ট) করে মাস্ক 'অ্যাবসোলিউটলি' লিখে সমর্থন জানান।
মাস্ক ও পররাষ্ট্রমন্ত্রীর এমন প্রতিক্রিয়ার পর ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)–এর চেয়ারম্যান ব্রেন্ডন কারও বলেন, ইউরোপ শুধু সফল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানকে শাস্তি দিতে চায়। তার দাবি, 'ইউরোপ আমেরিকানদের কাছ থেকে অর্থ আদায় করছে, আর তাদের নিজের কঠোর নিয়মের কারণে পিছিয়ে আছে।'
ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই সুরে বলেন, 'এটি মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে হামলা। এক্স–কে শাস্তি দেয়া হচ্ছে সেন্সরশিপে না যাওয়ার কারণে।'
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.