12/07/2025 কমিউনিটি হেল্প সেন্টারে অনুষ্ঠিত হল মুনা সোশ্যাল সার্ভিসের বিশেষ কর্মসূচি
মুনা নিউজ ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭
গত ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) মুনা সোশ্যাল সার্ভিস-এর উদ্যোগে কমিউনিটি হেল্প সেন্টারে এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুনা সোশ্যাল সার্ভিস-এর উপদেষ্টাগণসহ বিশিষ্ট নেতাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সবার সম্মিলিত প্রচেষ্টায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিউনিটি উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, এ কর্মসূচি সামাজিক উন্নয়ন এবং কমিউনিটির সদস্যদের পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করেছে।

ভবিষ্যতেও কমিউনিটির উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
সোর্স : ফেসবুক
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.