12/05/2025 ক্যালিফোর্নিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
মুনা নিউজ ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৫ ২০:৪৩
ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। বুধবার মাঝরাতে (বাংলাদেশ সময়) সান বার্নার্ডিনো কাউন্টির ট্রোনা বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। আমেরিকান সেনা এখনও আনুষ্ঠানিক ভাবে মুখ না খুললেও ভেঙে পড়া যুদ্ধবিমানটি এফ-১৬ বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে যুদ্ধবিমানের পাইলট সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।
সান বার্নার্ডিনো এবং ইনিও কাউন্টির সীমানার কাছে অবস্থিত ট্রোনা বিমানবন্দর। এর কাছাকাছি যুদ্ধবিমান ভেঙে পড়ার কথা স্বীকার করে নিয়ে সান বার্নার্ডিনো কাউন্টির দমকল বিভাগ বলেছে, ‘স্টেশন ৫৭ থেকে জরুরি বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পরেই দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
ঘটনার সময়ে ছবি তুলছিলেন ক্যালিফোর্নিয়ার ফটোজার্নালিস্ট কেলভিন চেং। তিনিও ভেঙে পড়া যুদ্ধবিমানটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন দাবি করে লিখেছেন, ‘F16 Thunderbird 5–এর শেষ টেক-অফের ছবি তুলছিলাম। কিছুক্ষণের মধ্যেই সেটা ট্রোনা বিমানবন্দরে ভেঙে পড়ে। নেলিস থেকে ৬টি যুদ্ধবিমান উড়েছিল। কিন্তু ফিরল ৫টি। পরে শেষ টেক-অফের ছবি পোস্ট করার চেষ্টা করব।’
যুদ্ধবিমান ভেঙে পড়ার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, তীর বেগে গোঁত্তা খেয়ে বিমানবন্দরের জমিতে আছড়ে পড়ল একটি যুদ্ধবিমান। সঙ্গে সঙ্গে যেন বিস্ফোরণ হলো। দাউদাউ করে জ্বলে উঠল গোটা বিমান। কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। ABC 7 Eyewitness News-এরও দাবি, এটা সম্ভবত এফ-১৬ যুদ্ধবিমান ছিল বলেই মনে হচ্ছে।
দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটি নীচে নামার সঙ্গে সঙ্গে কেউ চিৎকার করে উঠলেন। পরক্ষণেই একটা প্যারাশুট খুলে গেল। বিশেষজ্ঞদের একাংশের মতে, পাইলট ঠিক সময়ে ইজেক্ট করতে পেরেছিলেন বলেই মনে হচ্ছে। সান বার্নার্ডিনো কাউন্টির দমকল বিভাগও জানিয়েছে, পাইলট নিরাপদে রয়েছেন। তবে সামান্য আঘাত পেয়েছেন। তাকে রিজক্রেস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.