12/04/2025 ইমরান খান কারাগারে সুস্থ আছেন, সাক্ষাৎ শেষে জানালেন বোন
মুনা নিউজ ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫ ২০:৩১
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন। উজমা খান জানান, তার বোন আলিমা ও নওরীনের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত জানাবেন।
সম্প্রতি ইমরান খানের কারাগারে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় পরিবারকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। দল ঘোষিত কর্মসূচির আগেই এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, উজমা খানকে আগেই জানানো হয়েছিল যে তাকে সরাসরি কারাগারের ভেতর ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হবে। সাক্ষাৎ শেষে তিনি জানান, অবশেষে অনুমতি পাওয়ায় তিনি খুশি এবং বাইরে এসে সবকিছু জানাবেন।
এদিকে আদিয়ালা কারাগারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আদিয়ালা জেল রোডে নতুন পাঁচটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন— এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠে পাকিস্তান। এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দেয়। তাদের এ বিক্ষোভ ঠেকাতে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.