12/03/2025 ২০২৬ সালের হজে ১২ বছরের কম বয়সী শিশুদের নিষেধাজ্ঞা
মুনা নিউজ ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫ ২০:৩৬
সৌদি কর্তৃপক্ষ ২০২৬ সালের হজে ১২ বছরের কম বয়সী শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে। সাম্প্রতিক হজ মৌসুমে তীব্র গরমের কারণে বহু মৃত্যুর ঘটনা ও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে নুসুক হজ–এর সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি নিশ্চিত করে। নুসুক হজের অফিসিয়াল প্ল্যাটফর্মে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে: “অংশগ্রহণকারীর বয়স অন্তত ১২ বছর হতে হবে।”
গত দুই হজ মৌসুমে মারাত্মক তাপদাহের কারণে বহু হাজি, বিশেষত শিশু ও বৃদ্ধরা, গুরুতর সমস্যায় পড়েন।
মেডিকেল টিমের রিপোর্ট অনুযায়ী, উন্নত কুলিং সিস্টেম ও পানি সরবরাহ কেন্দ্র বাড়ানো সত্ত্বেও বহু হাজি হিটস্ট্রোক ও ক্লান্তিজনিত অসুস্থতায় আক্রান্ত হন।
হজের আনুষ্ঠানিকতায় দীর্ঘ পথ হাঁটার প্রয়োজন হয়, আর মক্কার তাপমাত্রা গ্রীষ্মকালে নিয়মিতই ৪০°C (১০৪°F)–এর ওপরে থাকে।
এই চরম আবহাওয়াই ১২ বছরের নিচের শিশুদের জন্য হজ নিষিদ্ধের মূল কারণ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.