12/05/2024 সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় পাকিস্তানজুড়ে বিক্ষোভ
মুনা নিউজ ডেস্ক
৫ জুলাই ২০২৩ ১৯:৫৬
সুইডেনে ঈদের দিনে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে এবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান। দেশটির সরকার এক ঘোষণায় জানিয়েছে, আগামী শুক্রবার (৭ জুলাই) দেশজুড়ে এ বিক্ষোভ করা হবে। খবর জিও নিউজের।
মঙ্গলবার (৪ জুলাই) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তিনি দেশটির সকল রাজনৈতিক দলকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এছাড়া আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তান সরকার এ নিয়ে পার্লামেন্টে যৌথ অধিবেশনের ডাক দিয়েছে। কোরআন অবমাননার নিন্দা জানাতে যৌথ অধিবেশনে একটি প্রস্তাব পাস করা হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে গত ২৮ জুন স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। তার নাম সালওয়ান মোমিকা এবং সে সুইডেনে বসবাসরত একজন ইরাকি বলে জানানো হয়েছে।
এ ঘটনার পরেই মুসলিম বিশ্ব ক্ষোভে ফুঁসে ওঠে। ইতিমধ্যে এর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, ইরাক, ইরান, মিশর, সৌদি আরব, মালয়েশিয়া ও বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ। শেষমেশ এক প্রকার বাধ্য হয়ে সুইডেনও গতকাল কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা প্রকাশ করেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.