11/28/2025 ওয়াশিংটনে গুলিবর্ষণ, নিহত ন্যাশনাল গার্ড সদস্য
মুনা নিউজ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫ ২০:৩২
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলিবর্ষণে আহত দুই ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন। বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে তিনি হামলার শিকার হন। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া ওই সদস্যের নাম সারা বেকস্ট্রম (২০)। তিনি গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য আহত সদস্য অ্যান্ড্রু উলফ (২৪) এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ওয়াশিংটন ডিসির ডাউনটাউনের ফেরাগুট স্কয়ার এলাকায় কাছ থেকে দুই গার্ড সদস্যকে গুলি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে রহমানুল্লাহ লাখানওয়াল (২৯) নামে আফগানিস্তান থেকে আগত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
থ্যাংকসগিভিং উপলক্ষে সৈন্যদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প সারা বেকস্ট্রমের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে বলেন, ওয়েস্ট ভার্জিনিয়ার সারা বেকস্ট্রম—খুবই সম্মানিত, তরুণ, অসাধারণ মানুষ… তিনি আর আমাদের মাঝে নেই।
ওয়েস্ট ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, থ্যাংকসগিভিং ছুটিতে স্বেচ্ছায় রাজধানীতে দায়িত্ব পালন করতে এসেছিলেন সারা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস। তিনি এক বিবৃতিতে বলেন, এই কঠিন থ্যাংকসগিভিং ডেতে আমরা তার পরিবার, বন্ধু ও সহযোদ্ধাদের জন্য প্রার্থনা করছি। একই সঙ্গে অ্যান্ড্রু উলফের সুস্থতার জন্যও প্রার্থনা করছি।
বিবিসি জানিয়েছে, শহরের ব্যস্ত এলাকা ১৭তম ও আই স্ট্রিটের মোড়ে নিরাপত্তা টহল দিচ্ছিলেন দুই গার্ড সদস্য। সাম্প্রতিক মাসগুলোতে অপরাধ দমনের অংশ হিসেবে আগস্ট থেকে ওয়াশিংটন ডিসিতে মোতায়েন আছেন দুই হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্য।
হোয়াইট হাউসের খুব কাছাকাছি এ ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তা করেন এবং সন্দেহভাজন হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন। সিবিএস নিউজ জানিয়েছে, আটক করার সময় সন্দেহভাজন ব্যক্তিকে চারবার গুলি করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.