11/28/2025 মামদানির ট্রান্সিশন টিমে গুরুত্বপূর্ণ কমিটিতে মনোনীত হলেন আরমান চৌধুরী সিপিএ
মুনা সাংগঠনিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫ ২০:১৩
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ৪০০ সদস্যের পূর্ণাঙ্গ ট্রান্সিশন টিম ঘোষণা করেছেন। নির্বাচনের ২০ দিন পর, ২৪ নভেম্বর (সোমবার) সকালে এই তালিকা প্রকাশ করা হয়। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পাওয়ায় ১০ জন আমেরিকান বাংলাদেশির অংশগ্রহণ অভিবাসী কমিউনিটিতে আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে।
গুরুত্বপূর্ণ কমিটিতে যুক্ত ১০ জন বাংলাদেশির মধ্যে অন্যতম হলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা'র ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর সিপিএ আরমান চৌধুরী। তাকে কমিটি অন স্মল বিজনেস-এর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
অন্যান্যদের মধ্যে রয়েছেন—
এসাল-এর ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী,
ট্রান্সবিটের পরিচালক কাজী ফৌজিয়া,
লেখক ফরহাদ মাজহারের কন্যা চুমতলী হক।
ট্রান্সিশন টিমে মনোনীত এই আমেরিকান বাংলাদেশিরা মোট ১৭টি কমিটির অধীনে কাজ করবেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.