11/28/2025 গিনি-বিসাউয়ে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় ক্ষমতা হাতে নিল সেনাবাহিনী
মুনা নিউজ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫ ২০:০৮
জাতীয় নির্বাচনের তিনদিনের মাথায় গিনি-বিসাউর নিয়ন্ত্রণ হাতে তুলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক বিশৃঙ্খলাকে এ ক্ষমতা দখলের কারণ হিসেবে দেখাচ্ছে তারা। নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর দুজনই নিজেদের বিজয়ী বলে ঘোষণা করলে দেশটির রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি হয়।
দেশটির সেনাবাহিনী এরই মধ্যে গোটা নির্বাচনী প্রক্রিয়া স্থগিতের পাশাপাশি গিনি-বিসাউর সীমান্ত বন্ধ করে দিয়েছে। রাজধানী বিসাউয়ে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এ বিষয়ে প্রকাশিত এক বিবৃতি পাঠ করা হয়। এতে বলা হয়, দেশটির সেনাবাহিনী গিনি-বিসাউয়ে ‘শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় উচ্চ সামরিক কমান্ড’ গঠন করেছে, যা আপাতত দেশ পরিচালনা করবে।
এর আগে বুধবার দেশটির নির্বাচন কমিশনের কার্যালয়, প্রেসিডেন্ট ভবন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গুলির শব্দ শোনা যায়। তবে এ গুলির উৎস সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
গিনি-বিসাউয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের এটিই প্রথম ঘটনা নয়। ১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর দেশটিতে একাধিকবার ঘটে যাওয়া অভ্যুত্থান ও অভ্যুত্থানচেষ্টার সর্বশেষ নিদর্শন হলো গত বুধবারের ক্যু। বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৪ সাল শেষে ২২ লাখ মানুষের দেশটিতে মাথাপিছু বার্ষিক গড় আয় ছিল মাত্র ৯৬৩ ডলার (৭২৮ পাউন্ড)।
বৈশ্বিক কোকেন পাচার ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে সক্রিয়া ভূমিকার কারণে ২০০৮ সালে জাতিসংঘ গিনি-বিসাউকে ‘নার্কো স্টেট’ বলে চিহ্নিত করেছিল। সেনেগাল ও গিনির মাঝামাঝি অবস্থিত এ দেশের উপকূলে রয়েছে বহু নদীখাত এবং বিজাগোস দ্বীপপুঞ্জের ৮৮টি দ্বীপ, যা কলম্বিয়ার মাদক কার্টেলগুলো মাদক চোরাচালানের কেন্দ্র হিসেবে ব্যবহার করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা।
বর্তমান প্রেসিডেন্ট উমারো সিসোকো এম্বালো তিন দশকের মধ্যে প্রথমবারের মতো দ্বিতীয় দফা ক্ষমতায় ফেরার চেষ্টা করছিলেন। তিনি ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াজ—উভয়েরই দাবি, তারা রোববার অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে জয়ী হয়েছেন।
এম্বালোর এক মুখপাত্র বুধবার দাবি করেন, ফার্নান্দো দিয়াজের অনুসারীরা এ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। যদিও দিয়াজের এক সহযোগী পালটা অভিযোগ তুলেছেন, এম্বালো-ই ক্ষমতায় থেকে যাওয়ার উদ্দেশ্য থেকে জরুরি অবস্থা ঘোষণার অজুহাত তৈরি করতে অভ্যুত্থানের নাটক সাজাচ্ছেন। তাদের কেউই নিজেদের দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
দেশটির নির্বাচন কমিশনের আজই (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করার কথা ছিল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.