11/25/2024 হোয়াইট হাউজে সাদা পাউডার আতঙ্ক
মুনা নিউজ ডেস্ক
৫ জুলাই ২০২৩ ১৯:৪১
হোয়াইট হাউসে সাদা পাউডার পাওয়ার পর কর্মীদের সরিয়ে দেয়া হয়। শুরু হয় তল্লাশি। পরে দেখা যায় সেটা ছিল কোকেন।
হোয়াইট হাউসে ওই সাদা পাউডার নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। রোববার রাতে সিক্রেট সার্ভিসের কর্মীরা ওই সাদা পাউডার দেখতে পায়। হোয়াইট হাউসের যে জায়গায় দর্শকরা যেতে পারে, সেখানেই পড়েছিল ওই পাউডার।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তখন হোয়াইট হাউসে ছিলেন না। ক্যাম্প ডেভিডে ছিলেন। এরপর কোনো ঝুঁকি না নিয়ে কর্মীদের বাইরে বের করে দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় হোয়াইট হাউস। পুরো হোয়াইট হাউস তন্নতন্ন করে খুঁজে দেখে সিক্রেট সার্ভিসের কর্মীরা। সাদা পাউডার পরীক্ষার জন্য পাঠানো হয়।
রিপোর্ট আসে, ওই সাদা পাউডার হলো কোকেন।
সিকর্ট সার্ভিসের মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ওই সাদা পাউডারের আরো পরীক্ষা চলছে।
মঙ্গলবার পরিবারসহ বাইডেন আবার হোয়াইট হাউসে ফিরেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.