11/28/2025 তাইওয়ান নিয়ে চীনের সাথে উত্তেজনা বৃদ্ধি এড়াতে তাকাইচির প্রতি ট্রাম্পের আহ্বান
মুনা নিউজ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫ ১৯:১৪
চীনের সাথে চলমান উত্তেজনা আরো না বাড়াতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে দুই নেতার মধ্যে এক ফোনালাপে এ বিষয়ে কথা হয় বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা।
এর আগে, চলতি মাসে তাকাইচি পার্লামেন্টে বলেছিলেন, তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ জাপানের জন্য হুমকি হয়ে উঠতে পারে। সে রকম পরিস্থিতি হলে জাপান চাইলে সেনা মোতায়েন করতে পারে।
তার এই মন্তব্য বেইজিংকে ক্ষুব্ধ করেছে। এর জেরে চীন তার নাগরিকদের জাপান ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করে।
জাপানের দুটি সরকারি সূত্র জানিয়েছে, মঙ্গলবার তাকাইচির সাথে টেলিফোনে ট্রাম্প বলেছিলেন, তিনি আর উত্তেজনা দেখতে চান না। এর মধ্যে একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প কোনো নির্দিষ্ট দাবি তোলেননি এবং বেইজিংয়ের সাথে সুর মিলিয়ে তাকাইচিকে বক্তব্য প্রত্যাহারের কথাও বলেননি।
এদিকে জাপান আগেই বলেছে, তাকাইচির বক্তব্য দীর্ঘদিনের নীতিরই প্রতিফলন। বৃহস্পতিবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বৃহস্পতিবার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.