11/26/2025 মেয়াদ শেষের ৮ মাস আগেই ‘অস্তিত্বহীন’ ডিওজিই
মুনা নিউজ ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫ ১৯:৪৫
মেয়াদ শেষের আগেই বিলুপ্ত হয়ে গেল ডিওজিই। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই সরকারের খরচ ও বহর কমানোর জন্য কাজ শুরু করেছিল এই সংস্থা। মূলত এটি ছিল ট্রাম্পের তৎকালীন ঘনিষ্ঠ বন্ধু টেসলা কর্তা এলন মাস্কের মস্তিষ্কপ্রসূত। কিন্তু, কার্যকাল ফুরোনোর আগেই এই দপ্তরের কাজ গুটিয়ে দিল ট্রাম্প প্রশাসন। অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম)-এর ডিরেক্টর স্কট কুপোর জানিয়েছেন, মাস্ক-এর ডিওজিই এখন ‘অস্তিত্বহীন’।
কার্যকাল শুরুর ১০ মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হলো ডিওজিই। যদিও ২০২৬ সালের জুলাই পর্যন্ত এর মেয়াদ ছিল। বিশেষজ্ঞদের দাবি, যে কারণে ঢাকঢোল পিটিয়ে কাজ শুরু করেছিল এই সংস্থা, তা পূরণ হয়নি। ব্যয় সমানোর ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়েছিল ডিওজিই-কে। কিন্তু বাস্তবে অনেকেই বিশ্বাস করেন, এর ফলে খুব বেশি সাশ্রয় হয়নি। উপরন্তু অনেক দপ্তরের কাজের ক্ষেত্রে বাধা তৈরি করছিল এই সংস্থার পদক্ষেপ।
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই কাজ শুরু করেছিল ডিওজিই। ২০২৫ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ফেডারেল সংস্থাগুলিতে ব্যাপক হস্তক্ষেপ করেছিল। শুরুতেই জোর করে খরচ কমানো ও ব্যাপক ছাঁটাইয়ের জন্য পরিচিত হয়ে ওঠে এই সংস্থা। রিপোর্ট অনুযায়ী, ২ লক্ষ কর্মীকে ছাঁটাইয়ের নিদান দিয়েছিল ডিওজিই এবং আরও ৭৫ হাজার কর্মীকে অবসর গ্রহণে বাধ্য করেছিল। এলন মাস্ক দাবি করেছিলেন এতে লক্ষ লক্ষ ডলার সাশ্রয় হয়েছে কিন্তু তার কোনও পরিসংখ্যান মেলেনি।
মাস্ক এবং ট্রাম্পের মধ্যে প্রকাশ্য বিরোধের কয়েক মাস পরেই ডিওজিই-এর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় প্রশ্নচিহ্ন। পলিটিকো জানিয়েছে, যে জুন মাসে কর্মীরা সদর দপ্তর থেকে নিজেদের ব্যক্তিগত জিনিস সরিয়ে নেন। প্রাক্তন কর্মীরা ব্যক্তিগতভাবে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কর্মীদের ছাঁটাই এবং কর্মসূচি ছাঁটাইয়ের সঙ্গে তাদের জড়িত থাকার ফলে আইনি ঝামেলা হতে পারে। মাসখানেক আগে বিভিন্ন সংস্থার ডিরেক্টর ডিওজিই-এর নির্দেশ অনুসরণ করা বন্ধ করে দেন।
ডিওজিই-এর অবশিষ্ট কাজগুলি এখন ওপিএম গ্রহণ করেছে। বর্তমানে ডিওজিই-এর সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নতুন ভূমিকা গ্রহণ করেছেন। এয়ারবিএনবি-এর সহ-প্রতিষ্ঠাতা জো গেবিয়া এখন ন্যাশনাল ডিজাইন স্টুডিওর নেতৃত্ব দিচ্ছেন, যাদের দায়িত্ব সরকারি ওয়েবসাইটগুলিকে আরও আকর্ষণীয় করে তোলা। অন্যান্য ডিওজিই কর্মী, যেমন এডওয়ার্ড করিস্টিন, প্রশাসনের মধ্যে নতুন দায়িত্ব গ্রহণ করছেন। উদাহরণস্বরূপ, জ্যাকারি টেরেল এখন স্বাস্থ্য ও হিউম্যান রিসোর্স বিভাগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। অন্যদিকে, র্যাচেল রিলে নৌ গবেষণা অফিসে গুরুত্বপূর্ণ পদে যোগ দিয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দিন থেকেই সরকারি নিয়োগের উপর স্থগিতাদেশ কার্যকর ছিল। এই স্থগিতাদেশ এখন তুলে নেওয়া হয়েছে। অনেক ডিওজিই কর্মচারী নতুন প্রশাসনিক এবং প্রযুক্তিগত ভূমিকা গ্রহণ করেছেন। ট্রাম্পের দল বর্তমানে এআই-এর মাধ্যমে নিয়ন্ত্রণ হ্রাস এবং সরকারি নিয়ম পর্যালোচনা করার জন্য কাজ করছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.